Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন…


প্রকাশন তারিখ : 2021-03-08

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে ৫ জন ‘জয়িতা’কে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়।

জয়িতা পুরস্কার প্রাপ্ত ৫জন হচ্ছেন-

১. অর্থনৈতিকভাবে সফল নারীর ক্যাটাগরিতে বরিশালের হাছিনা বেগম নীলা,

২. শিক্ষা ও চাকরির সাফল্যের ক্যাটাগরিতে বগুড়ার মিফতাহুল জান্নাত,

৩. সফল জননী নারী ক্যাটাগরিতে পটুয়াখালীর মোসাম্মাৎ হেলেন্নেছা বেগম,

৪. নির্যাতিতা-বিজয়ী নারী ক্যাটাগরিতে টাঙ্গাইলের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা রবিজান

৫. সমাজ উন্নয়নে অসমান্য অবদানের জন্য নড়াইলের অঞ্জনা বালা বিশ্বাস।

প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফহিলাতুননেসা ইন্দিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক, সম্মাননা ক্রেস্ট এবং সনদ তুলে দেন।

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ এর প্রতিপাদ্য - 'করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব'।