Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে হজ ও উমরা ব্যবস্থাপনা সম্মেলন-২০২২ এবং হজ ও উমরা মেলা উদ্বোধন করেন…


প্রকাশন তারিখ : 2022-11-17

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ে হজ ও উমরা ব্যবস্থাপনা সম্মেলন-২০২২ এবং হজ ও উমরা মেলার উদ্বোধন করেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ‘হজ ও উমরা ব্যবস্থাপনা সম্মেলন-২০২২ এবং হজ ও উমরা মেলা’ আয়োজন করেছে।

এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে হজযাত্রীদের হজ-সম্পর্কিত যথাযথ তথ্য সরবরাহ করা, তাদের বর্তমান প্রযুক্তি-ভিত্তিক হজ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা, হজ এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করা এবং মধ্যস্বত্বভোগী ও প্রতারকদের প্রভাব হ্রাস করা।

বিভিন্ন হজ ও আর্থিক সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩ দিনব্যাপী হজ ও উমরা মেলায় প্রায় ১৫০টি স্টল এবং প্যাভিলিয়ন স্থাপন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হজযাত্রীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ মক্কায় বিশ্বের ৪র্থ বৃহত্তম হজযাত্রী প্রেরণকারী দেশ।