Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করেন...


প্রকাশন তারিখ : 2021-08-08

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্‌যাপন ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১’ প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন।

 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেন।

 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষে পদক বিজয়ীদের হাতে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১ তুলে দেন।

 

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১’ বিজয়ীরা হচ্ছেন-

 

ক্রমিক নং নাম ক্ষেত্র মন্তব্য
১। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম, ব্রাহ্মণবাড়িয়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর
২। জয়া পতি, টাঙ্গাইল শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া মরণোত্তর
৩। মোসাম্মাৎ নুরুন্নাহার বেগম, কৃষি উদ্যোক্তা, পাবনা কৃষি ও পল্লী উন্নয়ন  
৪। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল, কুমিল্লা রাজনীতি  
৫। নাদিরা জাহান (সুরমা জাহিদ), লেখক ও গবেষক, নেত্রকোণা গবেষণা  

 

পুরস্কার হিসেবে ১৮ ক্যারেট স্বর্ণের ৪০ গ্রাম ওজনের একটি পদক, ৪ লাখ টাকার চেক, সম্মাননা সনদ এবং উত্তরীয় প্রদান করা হয়।

 

দিবসটির এবারের প্রতিপাদ্য-‘বঙ্গমাতা, সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’