Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২৩

এসআরসিসি

 

উপ-আঞ্চলিক সহযোগিতা সেল (এসআরসিসি)-এর ইতিহাস / প্রেক্ষাপট

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিক থেকে উপ-আঞ্চলিক সহযোগিতার বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহাসিক, রাজনৈতিক ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বিশ্বে আঞ্চলিক উপ-আঞ্চলিক সহযোগিতা / জোট গঠিত হয়েছে আঞ্চলিক / উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ, ভারত, ভূটান ও নেপাল সংশ্লিষ্ট। এ প্রেক্ষাপটে ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বাংলাদেশের জন্য উপ-আঞ্চলিক সহযোগিতার কিছু সেক্টর প্রস্তাব করেন। আঞ্চলিক সহযোগিতা সম্পর্কে ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদানের নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি কমিটি গঠিত হয়।

কমিটির সাচিবিক ও নির্বাহী দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ নৈমিত্তিক যোগাযোগের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় (কূটনীতি বিষয়ে) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (প্রকল্প সহায়তা সংক্রান্ত) কার্যক্রম পরিচালনা করবে। (২৯ জুলাই, ২০০৯ সালে ১২ (বারো) সদস্য বিশিষ্ট আঞ্চলিক / উপ-আঞ্চলিক সহযোগিতা কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারী হয়। সর্বশেষ ২৭-০২- ২০১৭ তারিখে প্রজ্ঞাপনটি সংশোধিত আকারে ১৬ (ষোল) সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পর্কিত প্রজ্ঞাপন জারী হয়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০-১৩ জানুয়ারি, ২০১০ তারিখে ভারত সফর করেন। ১২ জানুয়ারি, ২০১০ তারিখে যৌথ ইশতেহার (Joint Communiqué) স্বাক্ষরিত হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ৬-৭ সেপ্টেম্বর, ২০১১ তারিখে বাংলাদেশ সফর করেন। এ সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে Framework Agreement on Cooperation for Development স্বাক্ষরিত হয়। ভারতীয় নমনীয় ঋণ গ্রহণ ও তার আওতায় গৃহীত প্রকল্প বাস্তবায়ন মনিটরিং করার নিমিত্ত ১৬.০৪.২০১২ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের “উন্নয়ন ও সমন্বয় সেল”-কে বিলুপ্ত করে মোট ১২ (বার) জনবল বিশিষ্ট উপ- আঞ্চলিক সহযোগিতা সেল (এসআরসিসি) গঠন করে কার্যক্রম শুরু হয়।

বর্তমানে এসআরসিসিতে চলমান কার্যক্রম হলো :

(১)      যৌথ ইশতেহার (ভারত-বাংলাদেশ) এর আওতায় গৃহীত প্রকল্পসমূহ;

(২)      ভারতীয় নমনীয় ঋণের আওতায় গৃহীত প্রকল্পসমূহঃ

(ক)     ১ম LoC-ভুক্ত প্রকল্পের (২০১০) আওতায় (০.৮৬২ বিলিয়ন মার্কিন ডলার) ১৫টি প্রকল্পের মধ্যে ১২টি প্রকল্প বাস্তবায়িত এবং ৩টি প্রকল্প চলমান;

(খ)      ২য় LoC-ভুক্ত প্রকল্পের আওতায় (২.০ বিলিয়ন মার্কিন ডলার) ১৬টি প্রকল্পের কার্যক্রম বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নাধীন (২০১৬);

(গ)      ৩য় LoC-ভুক্ত প্রকল্পের আওতায় (৪.৫ বিলিয়ন মার্কিন ডলার) ১৬টি প্রকল্পের কার্যক্রম বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নাধীন (২০১৭)।

(৩)     ভারত-বাংলাদেশের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত ২২টি সমঝোতা স্মারক/চুক্তি ইত্যাদি দলিলের আওতায় গৃহীত প্রকল্প। এছাড়া উপ-আঞ্চলিক সহযোগিতাভুক্ত পানিসম্পদ, বিদ্যুৎ, জলবিদ্যুৎ, কানেকটিভিটি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়সমূহ।

(৪)      ২০১৭ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩৫টি (২২টি সরকারি এবং ১৩ বেসরকারি) সমঝোতা স্মারক/চুক্তির আওতায় গৃহীত প্রকল্প।

মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান-এর সভাপতিত্বে বর্ণিত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য নিয়মিত সভা অনুষ্ঠিত হয়ে থাকে। সভায় প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিনিধি ছাড়াও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত থাকেন। বর্ণিত প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে কোন সমস্যা উদ্ভ‍ুত হলে তা নিরসনের বিষয়ে এ সভায় পরামর্শ প্রদান করা হয়ে থাকে।