Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মার্চ ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ‘জাতীয় বীমা দিবস-২০২২’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন...


প্রকাশন তারিখ : 2022-03-01

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ‘জাতীয় বীমা দিবস-২০২২’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বীমার উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃতীয় ‘জাতীয় বীমা দিবস-২০২২’ উদযাপিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অর্থ মন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রধানমন্ত্রীর পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বীমা খাতে অসামান্য অবদানের জন্য পাঁচ জনকে ‘বীমা পদক’ এবং দুই প্রতিবন্ধি শিশুকে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসি’ প্রদান করেন।

১৯৬০ সালের ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। তাই সরকার প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

‘জাতীয় বীমা দিবস-২০২২’ –এর প্রতিপাদ্য : ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’