Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব রেজিমেন্ট’ ও ‘রওশন আরা রেজিমেন্ট’ -এর নিকট নতুন পতাকা হস্তান্তর ও ‘সেনাবাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন…


প্রকাশন তারিখ : 2021-10-27

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘মুজিব রেজিমেন্ট’ ও ‘রওশন আরা রেজিমেন্ট’ -এর নিকট নতুন পতাকা হস্তান্তর ও ‘সেনাবাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৪, ১২ ও ২০ ফিল্ড, ৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি, ৫ ও ৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ১ ও ২ সিগন্যাল ব্যাটালিয়ন, আর্মি এভিয়েশন গ্রুপ এবং এনসিও একাডেমিকে জাতীয় পতাকা প্রদান এবং মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টকে আর্টিলারির নতুন পতাকা প্রদান করেন।

চট্টগ্রামের হালিশহরস্থ সেনানিবাসে আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান থেকে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়।