Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ August ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য নবনির্মিত ২,৪৭৪টি ফ্ল্যাট এবং বস্তিবাসীদের জন্য নির্মিত ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন…


প্রকাশন তারিখ : 2021-08-03

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষ্যে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ঢাকায় নবনির্মিত ২,৪৭৪টি ফ্ল্যাট সম্বলিত ৫টি আবাসন প্রকল্প, মাদারীপুর জেলায় নির্মিত সমন্বিত অফিস ভবন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর মধ্যে রয়েছে, রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীদের জন্য ২টি ৮তলা আবাসিক ভবনের ৫৮টি ফ্ল্যাট ও অন্যান্য অবকাঠামো, আজিমপুর সরকারি কলোনীতে ১৭টি ২০তলা ভবনের ১,২৯২টি ফ্ল্যাট, মিরপুর ৬ নম্বর সেকশনে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৪টি ১৩তলা ভবনের ২৮৮টি ফ্ল্যাট, মালিবাগে ৪টি ২০তলা ভবনের ৪৫৬টি ফ্ল্যাট, মতিঝিল সরকারি কলোনীতে ৫টি ২০তলা ভবনের ৩৮০টি ফ্ল্যাট, মিরপুর ১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য নির্মিত ৫টি ১৪তলা ভবনের ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাট এবং মাদারীপুর জেলায় নির্মিত বহুতল সমন্বিত সরকারি অফিসের জন্য ১টি ১০তলা ভবন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে ৩জন উপকার ভোগী বস্তিবাসীর হাতে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন।