Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২৩

রাসেল ও পরিবারের অন্যান্য শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার…


প্রকাশন তারিখ : 2023-10-18

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি শেখ রাসেল দিবস হিসেবেও পালন করা হয়। 

শেখ রাসেল দিবস ২০২৩ -এর মূল প্রতিপাদ্য হচ্ছে :- ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’

তাঁরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের হত্যাকান্ডের অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সেখানে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে যোগ দেন।

পরে বঙ্গবন্ধুর দুই কন্যা শহিদদের কবরে গোলাপ ফুলের পাঁপড়ি ছিটিয়ে দেন।