Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ সেপ্টেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মংলায় অয়েল ফ্লিট ট্যাঙ্কার কমিশনিং এবং ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) সংযুক্তকরণ উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন…


প্রকাশন তারিখ : 2015-09-06

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মংলায় বাংলাদেশ নৌবাহিনীর দীগরাজ নৌ-ঘাঁটিতে একটি ‘অয়েল ফ্লিট ট্যাঙ্কার’ কমিশনিং এবং ২টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) ও ২টি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্কার সংযুক্তকরণ উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। এতে দেশে নির্মিত প্রথম অয়েল ফ্লিট ট্যাঙ্কার খানজাহান আলী এবং এলসিইউ জাহাজ সদ্বীপ ও হাতিয়া এবং ২টি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্কার-এলসিটি-১০৩ ও এলসিটি-১০৫ যথাক্রমে নৌবাহিনীতে কমিশনিং ও সংযুক্ত হয়। এছাড়াও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা শিপইয়ার্ডে দুটি লার্জ প্যাট্রল ক্রাফট (এলপিসি) বা বড় যুদ্ধজাহাজের নির্মাণকাজের (কিল লেয়িং) উদ্বোধন এবং নৌবাহিনীর জন্য কনটেইনারবাহী জাহাজ উন্মুক্তকরণ অনুষ্ঠানে ভাষণ দেন।